সাদিকুর রহমান ফেলুদা সমগ্রর ‘গ্যাংটকে গণ্ডগোল’ আগেই পড়া ছিল। সিকিমের রাজধানী গ্যাংটকে যাওয়ার আগে থেকেই মাথায় ঘুরছিল কাহিনিটা। কিন্তু গ্যাংটকে যাওয়ার সময় নিজেকেও যে গণ্ডগোলে পড়তে হবে তা ভাবনায় ছিল না। ভারত ভ্রমণের দ্বিতীয় পর্ব ছিল সিকিমে যাওয়া। সে অনুযায়ী দার্জিলিং অটোস্ট্যান্ড থেকে…